রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
walton

খালে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৪:৫৯
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলা কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যায় হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে সকাল নয়টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় অধিক স্রোতে পানিতে ভেসে যায়। পরে দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়রা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন বলেন, উদ্ধার করা লাশটি গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। সকালে মাছ ধরতে গিয়ে খাল পার হওয়ায় সময় স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে। বর্তমানে লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে