শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নিয়ামতপুরে বাবা কর্তৃক মেয়ে ধর্ষনের শিকার

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৬:৪১
নিয়ামতপুরে বাবা কর্তৃক মেয়ে ধর্ষনের শিকার
নিয়ামতপুরে বাবা কর্তৃক মেয়ে ধর্ষনের শিকার

নওগাঁর নিয়ামতপুরে ১৮ বছরের নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রবিবার ভুক্তভোগী ওই কিশোরী রাতে বাবা সাগর মাহাতোর (৪৫) নামে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কিশোরীর বাবা পলাতক রয়েছে। সাগর মাহাতো উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের সুবান মাহাতোর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪ মাস ধরে ভয়ভীতি প্রদর্শন করে ওই কিশোরীকে ধর্ষণ করে বাবা সাগর মাহাতো। এ বছরের গত ১০ মে থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জোর করে একাধিকবার ধর্ষণের স্বীকার হয়।

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, আমার মাকে ছেড়ে দিলে বাবা আরও একটি বিয়ে করে। সৎ মা সহ দাদী ও আমার আরও দুই ভাই বসবাস করতাম। বাবা গত ১৩ মে রাতে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। লোকচক্ষুর ভয়ে কাউকে বলতে পারেনি। গত শনিবার দুপুরে আবারও আমাকে ধর্ষণ করে। উপায় না দেখে আমার মার সাথে কথা বলার পর থানায় মামলা করতে বাধ্য হয়েছি।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর বাবাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁতে পাঠানো হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে