শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার কুমিল্লা/ দাউদকান্দি প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৮:১১
দাউদকান্দিতে কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
দাউদকান্দিতে কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানর হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন রকিব, উদ্বোধক ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাহিন আলম, সৌদিয়া পাইপ কম্পানীর পরিচালক হাজ্বী নুরুজ্জামান প্রধান, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার। এসময় উপস্থিত ছিলো, , রাশেদুল ইসলাম, আব্দুল করিম সরকার, জহিরুল ইসলাম জিল্লু, মো. সাহাবুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, রাজিব হোসেন জয়, আলী আহাম্মেদ মিয়াজী, সুমন আহম্মেদ, আবুল কালাম কালা, রাজু প্রধান, ইয়াসিন প্রধান ও মাহাদী হাসান। সাঁতার প্রতিযোগিতা ও আলোচনা শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে