টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২নং ইউনিয়নের শাহপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে নুরুল ইসলাম(১৯) নামে কলেজ ছাত্রের সলিল সমাধি হয়েছে।তিনি সাপমারা গ্রামের আঃ সামাদের ছেলে।ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। শাহপুর রাকিব ম্যানশনে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানায় শাহপুর গ্রামের বাবুলের পুকুর কলেজ পড়–য়া ৫ বন্ধু গোসল করতে নামে।পুকুর সাতার কাটা শেষে ৪ জন উঠে আসলেও নুরুল ইসলাম ক্লান্ত হয়ে পুকুরে তলিয়ে যায়। বিষয়টি কলেজের শিক্ষকদের জানালে পওে ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দেয়। বিকাল ৪টায় পুকুর থেকে থেকে লাশ উদ্ধার করে।
এ বিষযে ঘাটাইল ফাযার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মোঃ সুজন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমরা পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
যাযাদি/ এস