বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউসিবি ব্যাংকের সিএসআর প্রকল্প ২০২৩ এর ভরসার নতুন জানালা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)'র সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ ভরসার নতুন জানালা প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কক্সবাজার শাখার ব্যবস্থাপক রাজু আহমেদ খানের সভাপতিত্বে দিনব্যাপী উপজেলার ৫ ইউনিয়নের ৬০জন কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রবীর দেব,সহকারী মৎস্য কর্মকর্তা মো: আবদুল্লাহ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কক্সবাজার শাখার অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন,রিয়াজ উদ্দিন আহমদ,দিলনেয়াজ বেগম, প্রমূখ । উক্ত প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিতে সমৃদ্ধি অর্জনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কক্সবাজার শাখা প্রধান ও এফএডিপি রাজু আহমেদ খান বলেন,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রথম কৃষি উদ্যোক্তা তৈরী ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছে,কৃষক যাতে খুব সহজেই সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছে।
এজন্য প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা। প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই সেই লক্ষ্য অর্জনে ইউসিবি ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে জৈবসার প্রদান করা হয়।
যাযাদি/ এম