আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ন ৬ জন প্রার্থী কিনেছে বলে জানা গেছে।
নির্বাচন উপলক্ষে এই আসনের মনোনয়ন কিনতে যাওয়া সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থীদের বহর ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়ন দৌড়ে তারা কেউই পিছিয়ে থাকতে চান না। নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন-আমেরিকা থেকেও অনেকে দেশে ফিরেছেন।
সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও লেখক অরূপ রতন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসার আলী ও যুক্তরাজ্য আরেক আওয়ামী লীগ নেতা আবদুল গণি প্রমুখ মনোনয়ন ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
তবে দলের পক্ষে তাদের মধ্য থেকে নৌকা প্রতীক যাকে দেয়া হবে তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সম্ভাব্য প্রার্থীরা জানান।
যাযাদি/এম