বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

নীলফামারীতে ট্রেন আসতেই রেললাইনে মাথা দিলেন বৃদ্ধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৫:৩২
নীলফামারীতে ট্রেন আসতেই রেললাইনে মাথা দিলেন বৃদ্ধ

নীলফামারী জেলা সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে আকবর হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন । আকবর হোসেন জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করা আকবর হোসেন চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে হঠাৎ নিজে লাইনের ওপর মাথা পেতে দেন। এসময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে