শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাউজানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৩, ১৯:৪০
রাউজানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জরিমানা
রাউজানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জরিমানা

রাউজান পৌর এলাকার পূর্ব রাউজান জলিল শাহ্ ব্রিকস নামে একটি ইটভাটাকে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম ইটভাটা পরিচালনার সপক্ষে বৈধ কাগজপত্র না পেয়ে ভাটা মালিককে এই অর্থদন্ড প্রদান করেন। অভিযানে থাকা রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম বলেছেন পরিবেশ দূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে