শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাণীশংকৈলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৩, ২০:২৯
রাণীশংকৈলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 
রাণীশংকৈলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীব মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি অফিসার শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, আনসার ভিডিবি অফিসার আবুল কাশেম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, আব্দুল বারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা,শিক্ষক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে