শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আমরা বিগত দিনের কথা ভুলে গিয়ে কোন মারামারি হাঙ্গামা করবো নাঃ আওয়ামীলীগ প্রার্থী সুলতানা নাদিরা

বামনা(বরগুনা) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৩, ২০:৩৮
আমরা বিগত দিনের কথা ভুলে গিয়ে কোন মারামারি হাঙ্গামা করবো নাঃ আওয়ামীলীগ প্রার্থী সুলতানা নাদিরা
আমরা বিগত দিনের কথা ভুলে গিয়ে কোন মারামারি হাঙ্গামা করবো নাঃ আওয়ামীলীগ প্রার্থী সুলতানা নাদিরা

জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সর্বদা চেষ্টা করবেন। বিগত দিনের কথা কেউ মনে করবেন না। এখন আমরা সবাই একমাত্র নৌকার সমর্থক। কোন নেতাকর্মী কারো সাথে মারামারি হাঙ্গামা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো। বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পরে প্রথম বামনায় আগমন উপলক্ষে এই আহব্বান জানান প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মীনি সুলতানা নাদিরা এমপি।

আজ বুধবার( ২৯ নভেম্বর) বিকাল ৪টায় সহস্রাধিক নেতাকর্মী মটরসাইকেল সহকারে দলীয় প্রার্থী সুলতানা নাদিরাকে বামনায় নিয়ে আসেন। পরে উপজেলার গোলচত্বরে পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ প্রার্থীর বড় মেয়ে ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফারজানা সবুর রুমকী সহ তার দুই বোন, বামনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. জাবির হোসেন, বামনা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

জানাগেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির দুর্গ ভেঙ্গে প্রথমবারের মতো আওয়ামীলীগ প্রার্থী গোলাম সবুর টুলু বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৩ সালে ২৬ জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে এ আসনে উপনির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পান শওকত হাচানুর রহমান রিমন। তিনি পরপর আরো দুই বার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। দ্বির্ঘ ১০ বছর ৩ মাস পরে আওয়ামীলীগ পুনরায় সাবেক এমপি গোলাম সবুর টুলুর পরিবারকে নৌকার মনোনয়ন দেওয়ায় খুশি এ অঞ্চলের জনগন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে