শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

হিজলায় পার্বত্য শান্তি চুক্তি ২৬ বছর উপলক্ষে আনন্দ-র‍্যালি

হিজলা প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬
হিজলায় পার্বত্য শান্তি চুক্তি ২৬ বছর উপলক্ষে আনন্দ-র‍্যালি

বরিশালের হিজলা বাংলাদেশের স্মরণীয় পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর উপলক্ষে হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আনন্দ রেলি বের করেন।

আজ ২ ডিসেম্বর বিকাল পাঁচটায় হিজলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ রেলি বের হয়ে খুন্না বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।

আনন্দ রেলিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আলতাব মাহমুদ দিপু, যুবলীগ সভাপতি মিজান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, সহ অনেক নেতাকর্মী ।

আনন্দ রেলি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন দক্ষিণ বাংলার সিংহ পুরুষ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি শান্তি চুক্তি রুপকার জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহ অক্লান্ত পরিশ্রমে পাহাড়ি জনপদে শান্তি ফিরে এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশই তিনি দায়িত্ব পালন করেছিলেন।

তাই হিজলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও আবুল হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানানো হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে