কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা বাস্তবায়নের লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব এর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা কাওছার আহমদ বুলবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
আয়োজিত প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাহমুদ হাসান রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিমেলেন্দু রায়, যুবলীগ নেতা নুরুল ইসলাম মোমিন, আওয়ামিলীগ নেতা আব্দুল মালিক, লোকমান মিয়া, কালা মিয়া, সেলিম আহমদ, লেবু মিয়া, লাল মিয়া, হোসেন রাজা, মুরলিধর গোয়ালা, আজমল আলী, ফয়জুর রহমান সেলু, মনাফ মিয়া।
জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিতসভাকে বিশাল জনসভায় রূপান্তরিত করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগ এবং প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সতস্ফুত অংশগ্রহণ করেছেন।
যাযাদি/এসএস