বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

গোপালগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭
গোপালগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৮জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ে এই আসনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এমপি সহ ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক আরো জানান, এদের মধ্যে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মোঃ ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়ন বাতিল এবং জাকের পার্টির মোঃ সাজ্জাদ হোসেন মিয়ার বিদ্যুত বিল বকেয়া থাকায় তার মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

যাচাই বাছাইয়ের পর শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ), মো: জামাল উদ্দিন শেখ (তৃণমূল বিএনপি), কাজী শাহীন (জাতীয় পার্টি), মোঃ আমিনুল হাসান শাহীন (স্বতন্ত্র) এবং মামুনুর রশীদ এর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে