শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুর জেলায় ও ঝিনাইগাতীতে টিএম এসএসের কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫২
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩
শেরপুর জেলায় ও ঝিনাইগাতীতে টিএম এসএসের কৃষি উপকরণ বিতরণ

শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার টি,এম, এস,এসের আয়োজনে ও সিটি ব্যাংকের সহায়তায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ।

বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় সকালে শেরপুর নাগপাড়া টি,এম, এস,এস অফিস কার্যালয়ে সংস্থার উপ পরিচালক অপারেশন ১২ ডমিন প্রধান আহসান হাবিব মহোনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর সদর কৃষি অফিসার মুসলিমা খানম নিলু ও শেরপুর সদর সমাজ সেবা কর্মকর্তা আরিফ আহাম্মেদ প্রমুখ ।

শেরপুরে ৩০জন কৃষক/কৃষাণীকে বিনামূল্যে স্প্রে ও ধানকাটা মিশিন বিতরণ করা হয় । অপরদিকে বিকালে ঝিনাইগাতী উপজেলার তিনআনীর টি,এম, এস,এসসের অফিসে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার ।

অন্যাদের মধ্য থেকে উপজেলা সমাজ সেবার সহকারী কর্মকর্তা দোলোয়ার হোসেন, থানার এস আই ফরহাদ হোসেন, সংস্থার জামালপুর শাখার জোনাল ম্যানাজার সাজ্জাদ হোসেন, শেরপুর অঞ্চল প্রধান আ: আউয়াল, শেরপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, মামলা কর্মকর্তা জামালপুর অঞ্চল মশিউর রহমান প্রমুখ । ঝিনাইগাতী ও নালিতাবাড়ি ৩০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে স্প্রে ও ধানকাটা মিশিন বিতরণ করা হয় । কৃষি যন্ত্রপাতি হাতে পেয়ে কৃষকরা বেজায় খুশি হয়েছেন । উভয় বিতরণ অনুষ্ঠান সঞ্চালণার দায়িত্ব পালন করেন জামালপুর জোনাল ম্যানাজার সাজ্জাদ হোসেন ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে