মোহনগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করছেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে মতবিনিময় করেন।
সোমবার থানা রোডে নিজ বাস ভবনে অর্ধশত মুক্তি যোদ্ধা ও শতাধিক সন্তান কমান্ডে সদস্য উপস্থিত ছিলেন।
সাজ্জাদুল হাসান মুক্তি যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি যোদ্ধা ভাতা ৫ শ থেকে ২০ হাজার টাকা করেছেন, বীর নিবাস করে দিয়েছেন,। মুক্তি যোদ্ধারা হল স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাই তাদেরকে দেশের দায়িত্ব নিয়ে আবারও নৌকায় বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, মুক্তি যোদ্ধা আব্দুল হক,শামসুল হক মাহবুব আহমদ আলী খান হীরা, গোলাম মোস্তফা, প্রমুখ।
যাযাদি/ এস