সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

আমতলীর ২৫ হজার শিশু খাবে ভিটামিন “এ” ক্যাপসুল

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯
আমতলীর ২৫ হজার শিশু খাবে ভিটামিন “এ” ক্যাপসুল

আমতলী উপজেলার ২৫ হাজার দুই’শত ৫১ শিশু খাবে ভিটামিন “এ” ক্যাপসুল। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ। আগামী ১২ ডিসেম্বর উপজেলার ১৬৯ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দল্লাহ আবু জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ। বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. একে এম সামসুদ্দিন শানু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, আনসার ভিডিপি অফিসার নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন, আমতলী সরকারী কলেজের প্রভাষক আশশাকুর ফিরোজ, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ ফেরদৌসি বেগম , আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: রেজাউল করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার ,সাংবাদিক জাকির হোসেন ,হোসাইন আলী কাজী প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে