সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:০১
ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে ইসলামপুর প্রেসক্লাবের হল রুমে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শাহাদাত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কুরবান আলী, রহিমা সুলতানা মুকুল, সদস্য ফিরোজ খান লোহানী, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, দপ্তর সম্পাদক হোসেন রানা, ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ, সদস্য শফিকুল ইসলাম ফারুক, লিয়াকত হোসেন লায়ন, ফারুক আল আজাদ বকুল, হাশর আলী, আব্দুল মোতালেবসহ আরো অনেকে।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক যেটা সত্য সেটা তুলে ধরবেন,সুষ্ঠু নির্বাচন যেন হয় সেদিকে খেয়াল রাখবেন, ভোটাররা যেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সেদিকে লক্ষ রাখবেন, যার যার ভোট সে সে তার মনোনীত ব্যক্তিকে দিতে পারে এবং ভোটাররা যেন আতঙ্কিত না হয় সেই দিকে খেয়াল রাখবেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে