ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন ২০২৩ ও২ ০২৪ এর নির্বাচনে মধুখালী প্রেসক্লাবের সদস্য দক্ষ সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার হিসেবে কর্মরত শেখ আনোয়ারুল ইসলাম (জামিল) প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে তার হ্যাটট্রিক বিজয়। প্রথমবার ২০১৯ ও ২০২০সেশনে সদস্য পদে নির্বাচিত হন। দ্বিতীয়বার ২০২১ ও ২০২২ সেশেনে প্রচার ও প্রকাশনা পদে নির্বাচিত হন। তৃতীয়বার একই পদে এবার নির্বাচিত হলেন। তার পিতার নাম শেখ সিরাজুল ইসলাম, তিনি মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলার বাসিন্দা।
জামিল ছাত্র জীবন থেকে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ অনলাইন পত্রিকায় সাংবাদিকা করছেন ও বিভিন্ন ফচার লিখেছেন। তিনি মধুখালী প্রেসক্লাবের সদস্য। আগামী দিনে তিনি শ্রম মেধাদিয়ে দেশের সেবা করতে চান। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
যাযাদি/ এস