শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৬লাখ টাকার ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে গৃহবধু আটক

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭
৬লাখ টাকার ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে গৃহবধু আটক
৬লাখ টাকার ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে গৃহবধু আটক

মানিকগঞ্জের হরিরামপুরে শ্বশুরবাড়ি থেকে মোছা. মনিরা আক্তার (২০) নামের এক গৃহবধূকে দুই হাজার দুই পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মনিরা আক্তার ঝিটকা মধ্যপাড়া এলাকার শামীম মিয়া ওরফে বাবুর (২৩) স্ত্রী। স্ত্রীকে আটক করলেও বাবু পালিয়ে যান বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত ঘর থেকে মোছা. মনিরা আক্তারকে দুই হাজার দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। তার স্বামী শামীম মিয়া ওরফে বাবু পালিয়ে যান। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের দুইজনকে আসামি করে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য ছয় লাখ ছয় হাজার টাকা।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, আসামি মনিরা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে