শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাকের কম্বল বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭
শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাকের কম্বল বিতরণ
শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাকের কম্বল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ- গোষ্ঠীর দুই শতাধিক জনসাধারণের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলার পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ- গোষ্ঠীর জনসাধারণ কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আদিবাসী জনগোষ্ঠি ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শেরপুর জেলা সভাপতি সাবরিনা সুলতানা সানু।

এতে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সার্কেল) দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : কাইয়ুম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে