নেত্রকোনার কলমাকান্দা পাক-হানাদার মুক্ত দিবস আজ বৃহস্পতিবার। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও জনতার দ্বিমুখী আক্রমণে পাক হানাদার বাহিনী নেত্রকোনার দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং মুক্ত হয় কলমাকান্দা উপজেলা।
ওইদিন উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচির মধ্যে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালি হয়েছে। র্যালিতে নেতৃত্বে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, আব্দুল জব্বার, আব্দুল কাইয়ুম, মো. শরাফ উদ্দিন প্রমুখ। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর যৌথ উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্সের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রাসহ আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।
যাযাদি/ এস