সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মেলান্দহে বই উৎসব পালিত পালিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
মেলান্দহে বই উৎসব পালিত পালিত

সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহে বই উৎসব পালিত হয়েছে। সোমবার পহেলা জানুয়ারী সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মেলান্দহ সদর ফাযিল মাদ্রাসায় পৃথক পৃথকভাবে বই উৎসব পালিত হয়।

বই উৎসব গুলুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

বই উৎসবে বিশেষ অতিথি বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার, মেলান্দহ সদর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, মেলান্দহ বালিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ।

বই উৎসবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সরকার কর্তৃক বিনামূল্যে এসব বই বিতরন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, সরকারি, এনজিও, কিন্ডার গার্টেন ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪০ হাজার ১শ ১৯জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, উপজেলায় ৭৬ টি প্রতিষ্ঠানের ৩৯হাজার ১শ ৯৫ জন শিক্ষার্থীদের মাঝেও বই বিতরন করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে