মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৪
কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আমির হোসেন ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

নির্বাচনের দিন দুপুর আড়াইটায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান দাউদকান্দির হাসানপুরে তার নিজ বাসভবনে এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আমির হোসেন ভূইয়ার নিজ বাড়ি তিতাসের কড়িকান্দিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। দুপুর ১২টার পর থেকে আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে সীল মারার অভিযোগ তুলেন। এসব বিষয়ে প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে তারা সংবাদ সম্মেলনে জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে