মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফ ভোট বর্জন করায় কেন্দ্রে যায়নি ভোটাররা 

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫
খাগড়াছড়িতে ইউপিডিএফ ভোট বর্জন করায় কেন্দ্রে যায়নি ভোটাররা 

খাগড়াছড়িতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)খাগড়াছড়ি আসনে ভোট বর্জন করায় ভোটারদের উপস্থিতি অনেক কেন্দ্রই ছিল শূন্য।

জানা যায়,পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের নানামুখী ভয়ভীতি ও জরিমানা করা হুমকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বারন করায় সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল শূন্য। পানছড়ির দক্ষিন লতিবান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর দেরটা পর্যন্ত একটি ভোটারও ভোট দিতে আসেনি। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, এখানে ২১৮৪টি ভোট রয়েছে।একই অবস্থা মরাটিলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়, করল্যালাছড়ি সরকারি প্রার্থমিক বিদ্যালয়। জেলা শহরে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ৮ টা ৫ মিনিটে প্রথম ভোট পড়ে জেলা শহরের মুসলিম পাড়া ভোট কেন্দ্রে। ভোটার হিসেবে প্রথম ভোট দিয়েছেন পুরুষ।

এ কেন্দ্রে প্রথম ১ ঘণ্টায় ৬৬ টি ভোট ব্যালট বাক্সে পড়ে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১৫০৮ টি অপরদিকে, জেলা সদেরর স্বনির্ভর এলাকার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৮৯ টি। এ কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কোনো ধরনের ভোটার লাইন দেখা যায়নি।

সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি কম। ২৯৫৮ ভোটের মধ্যে পড়েছে মাত্র ১৫০টি।

এদিকে তৃণমূল বিএনপির প্রার্থী উশৈপ্রু মারমার অভিযোগ,খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়ই তলী এলাকায় কেন্দ্রের আশপাশে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

অপর দিকে জাতীয় পাটির প্রার্থী মিথিলা রোয়াজা অভিযোগ করে বলেন বিভিন্ন কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোট দেয়া হয়েছে।

এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। মাঠে পুলিশ, বিজিবি, আনসার সদস্য ছাড়াও র‍্যাব, সেনাবাহিনী সদস্যদের টহলে রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে