শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বরিশাল-৩: আওয়ামী লীগ সভাপতি স্বপনের উপর ভর করেই নির্বাচনী বৈতরণী পার হলেন জাপা'র গোলাম কিবরিয়া টিপু

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:১১
বরিশাল-৩: আওয়ামী লীগ সভাপতি স্বপনের উপর ভর করেই নির্বাচনী বৈতরণী পার হলেন জাপা'র গোলাম কিবরিয়া টিপু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩য় বারের মতো এমপি হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু।

গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীক নিয়ে ১২৪ কেন্দ্রে পায় ৫১৮১০ ভোট, প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পায় ২৪১২৩ ভোট। রবিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম গোলাম কিবরিয়া টিপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বিশাল ব্যবধানে এ জয়ের পিছনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন এর কৃতিত্বই সবচেয়ে বেশি বলে মনে করছেন নেতৃবৃন্দ।

নির্বাচনী মাঠে যখন জাতীয় পার্টি কোনঠাসা হয়ে পরে তখনই সমার্থন দিয়ে মাঠে নেমে পরে কর্মীবান্ধব নেতা বাবুগঞ্জ আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন।

জানাযায়, বরাবরের মতই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙল প্রতীকের গোলাম কিবরিয়া টিপু কে ছাড় দেওয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন তার প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য হয়।

আওয়ামী লীগের জনপ্রিয় এই নেতা মনোনয়ন হারিয়ে চুপ থাকলেও (৩১ ডিসেম্বর) সোমবার বিকালে তার কর্মী সমার্থক নিয়ে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে প্রচারণায় নামে।

ফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও ওয়ার্কার্স পার্টির মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ টিপু সুলতান এর কাছে কোনঠাসা হয়ে পরা লাঙল প্রতীতেকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী মাঠ ফের চাঙ্গা হয়ে উঠে।

মাত্র ৫ দিনের প্রচারনায় অংশ গ্রহন করে বাবুগঞ্জ মুলাদীর অধিকাংশ নেতাকর্মীদের লাঙ্গলের নির্বাচনে নামতে বাধ্য করেন তিনি।

তার নির্বাচনী কৌশলে প্রতিদন্দ্বী প্রার্থীরা তাদের সাজানো মাঠ হারিয়ে ফেলে।

উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার বলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সমার্থন দেওয়া বাবুগঞ্জের ৬ টি ইউনিয়ন ও ওয়ার্ডের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে কাজ করে। ফলে জয় পাওয়া সহজ হয়ে যায়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন বলেন, মহাজোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ভাইকে আসনটি আওয়ামী লীগ ছাড় দেওয়ায় আমার (নৌকার মনোনয়ন) প্রত্যাহার করে নেওয়া হয়। সরকার ও দেশের সার্থে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে আমি লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করি এবং আশানুরূপ সাফল্য অর্জন করি। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কারনে গোলাম কিবরিয়া টিপু ভাই ৩য় বারের মতন আসনটিতে এমপি নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন নবনির্বাচিত এমপি গোলাম কিবরিয়া টিপু।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে