রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নামের ১ জনের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় । এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জনতলা ইউনিয়নের বাতাকান্দি পশ্চিম পাড়া মেহের আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থ নুর ইসলামের পাশ্ববর্তী আমিরুল ইসলাম ও বাবুল মিয়া জানান, রোববার সকালে ক্ষতিগ্রস্থ নুরুল ইসলামের পরিবারের সবাই যার যার কাজে ব্যাস্ত সকাল সাড়ে ১০টা হাটৎ তাদের বসত ঘরের বৈদ্যুতিক বোর্ডে আগুন দেখে পাশ্ববর্তী ঘরের লোকজন চিৎকার দিতে থাকে। মহুর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় আশ পাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রে আনে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।

সেনবাগ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটি ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে