মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শীতের দাপটে কাপছে মহানন্দা নদী পাড়ের মানুষ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২৪, ১২:২৩
শীতের দাপটে কাপছে মহানন্দা নদী পাড়ের মানুষ

সারাদেশ শীতের কনকনে ছোবলে দিশেহারা হলেও সবচাইতে বেশি দুর্ভোগ পোহাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ এবং ভৌগোলিক নানা কারণে মহানন্দা নদী পাড়ের ভোলাহাটও কাপছে শীতের দাপটে।

বর্তমানে সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯°c থেকে ১০°c সেলসিয়াস। শীতের কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে খেটে খাওয়া মানুষ।

খেত-খামারে কাজ করা নাজমুল ও লিটন বলেন, "হারঘে দিগে এতো ঠান্ডা আগে কোনদিন দেখিনি, হারগে ঠান্ডায় কাম করতে খুব কষ্ট হোছে জি"।

এদিকে অসচ্ছল অবহেলিত মানুষ গুলোর শীতবস্ত্র পাবার আশায় দিন কাটালেও শিরোনামের বাইরে রয়ে গেলো শীতবস্ত্র বিতরণ।

আবার কনকনে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।

আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কিছুটা বাড়লেও ২২ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০°c সেলসিয়াস। তবে জানুয়ারীর শেষ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানা গেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে