বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেরপুরে পণ্য মজুদ রাখায় মজুমদার ফুড প্রোডাক্টসের জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭
শেরপুরে পণ্য মজুদ রাখায় মজুমদার ফুড প্রোডাক্টসের জরিমানা

বগুড়া শেরপুরের ছোনকা এলাকায় অভিযান চালিয়ে মজুমদার ফুড প্রোডাক্টসের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নের্তৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, দেশের চলমান নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে তৎপর প্রশাসন। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত মজুমদার ফুড প্রোডাক্টস বিভিন্ন পন্য মজুদ করার গোপন সংবাদ পেয়ে ২০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এডিএম মেজবাউল করিম।

এ অভিযানে কম দামে পন্য ক্রয় করে মজুদ রাখার অপরাধে ওই কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম, ভোক্তা অধিকার কর্মকর্তা ইফতেখারুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. কাইয়ুম ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল করিম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যাতে কেউ কম দামে পন্য কিনে অতিরিক্তি দামে বিক্রির আশায় মজুদ না করে। এরই ধারাবাহিকতায় অত্যাবশ্যীকিয় পন্য মজুদ আইন ১৯৫৬ অনুযায়ী মজুমদার ফুড প্রোডাক্টসের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে