বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৪০
বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতার পঞ্চমতম দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকা ধুকুরিয়া, নলুয়া, বেতগাড়ি ও ঘাসুরিয়া গ্রামবাসীর উদ্যোগে সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে টাকাধুকুরিয়া প্রাইমারী স্কুল মাঠ সংলগ্ন বিশাল মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন সীমাবাড়ি ইউপি চেয়ারম্যান শ্রী গৌরদাস রায় চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বগুড়া- ৫ আসনের (শেরপুর-ধুনট) এমপি আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আ‘লীগ নেতা মনসুর রহমান আকন্দ, রবিউল হাসান বাবু, রফিকুল আলম টিপু, ফজলুল হক, জাব্বারুল মনির, আব্দুল হালিম তালুকদার, শিল্পী রহমান, সাইফুল ইসলাম খান, শামীম কামাল সরকার প্রমুখ।

প্রতিযোগিতায় ক খ ও গ গ্রæপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট ৯জন বিজয়ীসহ অংশ গ্রহনকারী মোট ৬৪ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ১৫ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে মোট ৬৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এ গ্রæপের প্রথম পুরস্কার প্রাপ্ত ঘোড়া কিং খান সওয়ারী জাতীয় কৃতি সম্পন্ন তাসমিনা (১৬) মালিক টাকাধুকুরিয়ার মামুন খান। দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত ঘোড়া আন্ডার টেকার, সওয়ারী সজীব (১৬), মালিক হিজুলীর মামা-ভাগ্নে। তৃতীয় পুরস্কার প্রাপ্ত ঘোড়া পাওয়ার হর্স, সওয়ারী মারুফ (১৫), মালিক ধানগড়ার মামা-ভাগ্নে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল রেফ্রিজারেটর, বাইসাইকেল, এলডি টিভি ইত্যাদি। ফাইনাল প্রতিযোগিতার দিনে কয়েক হাজার নারী পুরুষ দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে