সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নালিতাবাড়ী থেকে ঢাকায় যাচ্ছে ধান ছাড়ানো আটি

নালিতাবাড়ী ( শেরপুর ) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪
নালিতাবাড়ী থেকে ঢাকায় যাচ্ছে ধান ছাড়ানো আটি

শেরপুরের নালিতাবাড়ীতে ধান ছাড়ানোর পর সে আটি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ।

জানাগেছে গো - খাদ্যের জন্য পাহাড়ি এলাকার গ্রাম অনঞ্চল থেকে এসব আটি সংগ্রহ করে কিনে ট্রাক ভর্তি করে ঢাকায় নেয়া হচ্ছে বিক্রির জন্য । ঢাকা সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অনঞ্চলে গো-খাদ্য খরের সংকট থাকায় ট্রাক ভর্তি করে ঢাকায় আটি নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা । ট্রাক ভর্তি আটি নেয়ার পথে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারে এ দৃশ্য দেখা গেছে ।

আটি ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানান গো-খাদ্যের জন্য প্রতি আটি সাত টাকা দরে কিনেছি ।

গত আমন মৌসুমে নালিতাবাড়ীর নিন্মাচল এলাকায় বন্যার পানিতে আবাদ বিনষ্ট হওয়ায় গো-খাদ্য সংকটে স্থানীয় বিভিন্ন এলাকায় হাট - বাজারে খর বিক্রি হচ্ছে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে