রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হাতিয়ায় ৪২০ মন জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:১৭
হাতিয়ায় ৪২০ মন জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ভোলা জেলার মনপুরা উপজেলার ১৬ মাঝি-মাল্লাসহ বিসমিল্লাহ নামক একটি মাছ ধরার নৌকা থেকে ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে হাতিয়া কোস্টগার্ড।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়া উপজেলার মেঘনা নদীর ডালচর এলাকায় হাতিয়া কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে বিসমিল্লাহ নামক নৌকা থেকে ৪২০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।

আজ শুক্রবার সকাল ১১ টায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আগামীতে এমন কাজ করবে না মর্মে আটককৃত ১৬ জনের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় জব্দকৃত মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়। কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম জানান মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে