শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

চকরিয়ায় মসজিদ কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:২০
চকরিয়ায় মসজিদ কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

কক্সবাজারের চকরিয়া পেরৈশহরের চিরিঙ্গা বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের কমিটি ঘোষনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বাদী হয়ে বর্তমান সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরো ১০-১২জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে মসজিদ কমিটির সদস্য মো. হাছানগীর হোছাইন বাদী হয়ে সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ ৩জনের নাম উল্লেখ করে আরো ৫-৬জনকে অজ্ঞাত আসামী করে পাল্টা একটি মামলা করেন।

জানা যায়, গত শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মাইক নিয়ে মসজিদ কমিটির নাম ঘোষণা করতে গেলে তাতে বাঁধা দেয় আগের কমিটির সাধারণ সম্পাদক আলমগীর। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয় দুইপক্ষের অন্তত ৮জন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার অফিসমার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে