রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চরভদ্রাসনে অনাবাদি জায়গা আবাদের আওতায় আনতে বীজ বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫
চরভদ্রাসনে অনাবাদি জায়গা আবাদের আওতায় আনতে বীজ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প গুলোর অনাবাদি জায়গা আবাদের আওতায় আনতে বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার মাথাভাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের ৯০ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক "১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না" মর্মে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসন যৌথভাবে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করন এবং অনাবাদি জায়গা আবাদের আওতায় আনার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর দুটি।

আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী লাবনী আক্তার বলেন, কৃষি অফিস থেকে আমাদের ঘরের আশেপাশে সবজি উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে থাকেন । আজ বীজও বিনামূল্যে পেলো, এখন তারা নিজের সবজি নিজেই উৎপাদন করতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,উপজেলার পতিত জমি আবাদের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন, তারা আশা করছেন খুবই অল্প সময়ের মধ্যে উপজেলার চরাঞ্চলের পতিত জায়গাগুলো তারা আবাদের আওতায় আনতে পারবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে