রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪২
বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ২৯ জানুয়ারি (সোমবার) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা।

অবৈধ ইট ভাটা বিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পান্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটা এ ওয়ান ব্রীকস,বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রীকস ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের টিম কাচাঁ ইট পানি দিয়ে নষ্ট করে দেয়। ম্যাজিস্ট্রেট এসময় ওই তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এই ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে