বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদাবাজি মামলায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের ২ জন গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭
চাঁদাবাজি মামলায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের ২ জন গ্রেপ্তার 

কক্সবাজার শহরে সৈকতের সী ইন পয়েন্টে চাঁদাবাজি মামলায় বহুল আলোচিত লাল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ বাহারছড়া এলাকা থেকে মৃত ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া ও লাল মিয়ার ছেলে হাসান মো বকুলকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্র জানায়, গত বুধবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। এর আগে ভুক্তভোগীরা সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ তদন্তের সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নেওয়া হয়।

মামলায় আসামীরা হলেন, কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া, লাল মিয়ার ছেলে রাসেল, হাসান মো বকুল, আজাদ হোসেন ও দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো বেলাল।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জাবেদ মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে চাঁদাবাজি মামলায় বাহারছড়া এলাকা থেকে লাল মিয়াসহ দুইজনকে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে হাজির করার কথা বলেন তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে