মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কুলাউড়ায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
কুলাউড়ায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায় এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাদেল বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কমদামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে। যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করে ১ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দে’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য দেন, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে