শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪
উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধি প্রয়োগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শনিবার সমাপ্ত হয়েছে ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের।( যুগ্ন সচিব ) জন্ম ও মৃত্যু নিবন্ধন ডেপুটি রেজিস্টার জেনারেল মির্জা তারিক হিকমত।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব ডক্টর আবু নছর মোঃ আব্দুল্লাহ । এ সময় উখিয়া সহকারী কমিশনার ভূমি ছালেহ আহমদ, টেকনাফ সহকারী কমিশনার , উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোকতার আহমেদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ জনপ্রতিনিধ, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের স্কুল - কলেজে ভর্তি, ইউনিক আইডি কার্ড সহ জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড তৈরি, পাসপোর্ট ও ভোটার তালিকায় নিবন্ধন হওয়ার জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক বিধায় পরিশুদ্ধ ভাবে স্ব স্ব ইউনিয়ন পরিষদে জন্মের পরপরই সকল শিশুকে নির্ধারিত ফরমে জন্ম নিবন্ধন করার জন্য গুরুত্বারোপ করা হয় ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে