মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তথ্য প্রযুক্তিতে আমাদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে: এমপি ফজলে করিম 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১১
তথ্য প্রযুক্তিতে আমাদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে: এমপি ফজলে করিম 

দক্ষিণ রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের নবীন বরণ, পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন আজকের যারা শিক্ষার্থী তারাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কারিগর। আমাদের ছেলে মেয়েদের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে। জানান দিতে হবে আমরা পারি স্মার্ট বাংলাদেশকে এগিয়ে রাখতে।

রোববার ৪ (ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, সানমার প্রোপার্টিজের স্বত্বাধিকারী মো. শাহিন।

বক্তব্য রাখেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।

ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ওয়াহিদ মামুন ও সাধারণ সম্পাদক জি.এম. হাছান নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগে সিনিয়র সহসভাপতি মফজল হোসেন, মাসুদ হোসেন মোহাম্মদ রুবেল, আবু জাফর মোহাম্মদ রাশেদ, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সালাউদ্দিন, সৈকত তালুকদার, ছাত্রলীগ দক্ষিণ ইউনিট সভাপতি মো. জাহেদুল আলম, সহ সভাপতি এস. এম. আজিম প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে