শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি'র পুশব্যাক

টেকনাফ প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩
মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি'র পুশব্যাক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার(৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করে। পরে তাদের পুশব্যাক করে বিজিবি।

অনুপ্রবেশের চেষ্টাকারী মিয়ানমারের নাগরিকরা হলেন- মংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাত নুর (১)।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফাহিম বলেন, মিয়ানমারে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। এ কারণে কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অবস্থান করছিল। আজ দুপুরের দিকে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকে দেয়। শতাধিক রোহিঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থান করার কথা জেলেদের কাছে শুনেছেন বলেও জানান তিনি।

স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমদ জানান, আামর এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে পাঁচ জনের একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলো। পরে বিজিবি তাদেরকে ফেরত পাঠিয়েছে। তবে ওপারের তুমুল সংঘর্ষ ও গুলাগুলি'র শব্দে স্থানীয়রা আতংকে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করেছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে