মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিন : এমপি নাদেল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৮
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিন : এমপি নাদেল

আজকাল আমরা অভিভাবকরা শিশুদের বৃত্তি লাভের আশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষকদের দ্বারে দ্বারে ঘুরি। সবাই যেন বৃত্তি পাওয়ায় মরিয়া হয়ে উঠেছি। অথচ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া জরুরি। শিশুদেরকে নিজেদের মতো করে শিক্ষা দিন। এতেই তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কুলাউড়া উপজেলা সদরের অন্যতম বিদ্যাপীট রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চেধুরী নাদেল এমপি।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে