বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১
ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

সরকারি ঘোষনা অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ের থানা বাসষ্টান্ড এলাকায় ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওইসময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন ভাতার বৃদ্ধির আশ্বাস দিয়ে প্রায় ৭ ঘন্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শ্রমিকরা জানান, কারখানায় কয়েক হাজার শ্রমিক রয়েছে। কিছুদিন আগে সরকার শ্রমিকদের নতুন বেতন গ্রেড ঘোষনা করে। সেই ঘোষনা অনুযায়ী আমাদের বেতন বৃুদ্ধি না করায় আমরা মহাসড়ক অবরোধ করছি।

তারা আরও জানান, আমরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষকে বেতন বাড়ানোর দাবি জানানো হলেও মালিক কোন কর্নপাত করছেন না। বাজারের সব জিনিসের দাম বাড়ায় আমরা যা বেতন পাই তা দিয়ে চলতে পারছি না। তাই সরকারের ঘোষনা অনুয়ারী বেতন চাই আমরা। এব্যাপারে ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড কারখানার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মাহমুদ জানিয়েছেন, কারখানার মালিক চলতি মাস থেকেই শ্রমিকদের বেতন বাড়িয়ে দিবেন বলে জানিয়েছেন। এরির্পোট লেখা পর্যন্ত শ্রমিক নেতাদের সাথে সমঝোতা বৈঠক করছেন মালিক ও শিল্প পুলিশরা।

শ্রমিকরা বিকেল ৪টার দিকে মহাসড়ক থেকে সওে গেলেও কারখানার সামনে অবস্থা করতে দেখা গেছে। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে