শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৮
বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা 

সিলেটের বিশ্বনাথ ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার ৫ শ টাকার জারিমানা আদায় ও মামলা করা হয়েছে। এসময় বিভিন্ন মুদি দোকান, রেষ্টুরেন্ট ও যত্রতত্র গাড়ী রাখায় এ জরিমানা ও মামলা দায়ের করা হয়।

শনিবার দুপুরে উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাড মো. সম্রাট হোসেন এ অভিযান পরিচালন করেন।

জানাগেছে, বিশ্বনাথ পুরান বাজারের বিভিন্ন মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন রেষ্টুরেন্টে অপরিষ্কার ও ক্ষতকির পরিবেশে খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ টি মামলায় ১০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ৩ টি মামলায় ২ হাজার ৫ শ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অভিযানকালে বিশ্বনাথ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও সংগীয় ফোর্সসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করেছেন জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাড মো. সম্রাট হোসেন বলেন, ভোক্তা অধিকার আইনে এভাবে বাজার মনিটরিং করা হয়। ভবিষ্যতে সচেতন না হলে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে