ঢাকার কেরানীগঞ্জ ইউএনও বাংলো প্রাঙ্গনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রয়ারি) কেরানীগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার, প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, সমাজসেবা অফিসার ফখরুল আশরাফ, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা ও উপজেলা নির্বাচন কমিশন অফিসার আব্দুল আজিজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হতো। ছোটবেলায় মামাবাড়ি গিয়ে সেই উৎসব আমরা দেখেছি। বাঙালির সেই ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলা প্রশাসন আজ এমন আয়োজন করেছে। এতে যেন শৈশবের স্মৃতি মনে পড়ে গেছে। উপজেলা পরিষদ এমন আয়োজনে আনন্দিত সেখানের কর্মরত কর্মকর্তারাও। প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা জানান তাঁরা।
যাযাদি/এসএস