বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শিবপুরে শিক্ষার্থীদের নিয়ে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪
শিবপুরে শিক্ষার্থীদের নিয়ে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালন

নরসিংদীর শিবপুরে “হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ”(১৩-১৯ ফেব্রুয়ারি) -২০২৪ পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইটাখোলা হাইওয়ে থানার আয়োজনে মুনসেফেরচরে অবস্থিত মোহাম্মদ আয়েছ আলী একাডেমিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামুলক সভার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন। আয়েছ আলী একাডেমির প্রধান শিক্ষক আজরাফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইটাখোলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রধান, সাংবাদিক জিয়াউর রহমানসহ হাইওয়ে থানার অন্যান্য অফিসাগণ, অত্র একাডেমীর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, নিরাপদ, সুশৃঙ্খল, সুরক্ষিত সড়ক উপহার দেওয়াই হাইওয়ে থানার উদ্দেশ্য। মানুষ যাতে নির্বিঘ্নে সড়কে চলতে পারে সেজন্য কিছু নিয়ম কানুন মেনে চলা দরকার। সেজন্যই আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কিছু সচেতনতামুলক পরামর্শ দিচ্ছি, যাতে নিরাপদে সড়কে চলাচল করা যায়।

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষে আমাদের হাইওয়ে পুলিশের পাশাপাশি জনসচেতনতা খুবই জরুরী। পথচারীরা নিয়ম শৃঙ্খলা মেনে চললেই সড়ক হবে নিরাপদ, আমরাও থাকব নিরাপদ। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে