শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে অধ্যাপক প্রাণ গোপাল দত্তের শ্রদ্ধা

চান্দিনা (কুমিল্লা)  প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৮
শহীদ মিনারে অধ্যাপক প্রাণ গোপাল দত্তের শ্রদ্ধা

বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে।

আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে পুরো জাতি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে চান্দিনা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো সোয়াইব,উপজেলা ভূমি কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, সাবেক মুক্তিযুদ্ধা কমার্ডার আবদুল মলেক, জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান,চান্দিনা থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মনজুরুল মোল্লা, চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো লিটন সরকার, উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম হোসেন ভূইয়া, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রদান, এতাবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনসহরাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে