শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কালকিনিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা

কালকিনি (মাদারীপুর)  প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ১৬:৩৯
ছবি-যায়যায়দিন

মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিবার পরিকল্পানা কার্যালয়ের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ, কৈশোরে গর্ভধারণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক পরি-১ চৌধুরী মোর্শেদ আলম।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে মাদারীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচাকক ওয়ালিউর রহমান,কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা পরিবার কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান,কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিস ডাঃ ফাহান আফরোজ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন ও এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামসনলহ বিভিন্ন শ্রেণি পেশারনমানুষ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে