বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭
উখিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের কর্মসূচের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। উখিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

উপজেলা অডিটরিয়ামে আলোচনায় অংশগ্রহণ করেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হোসেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ছৈয়দ হোসেন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামন খান, কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোঃ আনোয়ার, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ নূরী।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আকন্দ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে