শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা-দোয়া

গাজীপুর প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১
গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা-দোয়া

গাজীপুর ইসলামিক ফাউন্ডেশন ২১ ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন উপলক্ষে এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মন্জুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ফাউন্ডেশনের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী।

আরও টাকার বিনিময়ে যে দেশে পছন্দমতো বউ পাওয়া যায়

টাকার বিনিময়ে যে দেশে পছন্দমতো বউ পাওয়া যায়

বিশেষ অতিথি ছিলেন ভাষা শহীদ বরকতের ভাতিজা আইনুদ্দীন বরকত। এছাড়া আলোচনা সভায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক মো. মন্জুরুল আলম মজুমদার জানান, এ উপলক্ষে জেলার সকল মসজিদ ও দারুল আরকামসইবতেদায়ী মাদ্রাসায় বিশেষ দোয়া/মোনাজাতের আয়োজন করা হয়। মডেল মসজিদে কোর-আনখানি ও দোয়ার আয়োজন করা হয়।

মসজিদবিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে শহিদ দিবসের সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে