সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
মুন্সীগঞ্জ লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট সার্ভিসিং করার সময় লিফট থেকে পড়ে মোহাম্মদ শিপন (৪১) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের লিফটে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সকাল থেকেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১১ টার দিকে লিফটের ষষ্ঠতলায় কাজ করার সময় অসাবধানতাবসত নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে সে কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানায়, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলো তারা। এ সময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফট বাটন চাপলে এই দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি লিফটে কাজ করার সময় এক জনের মৃত্যু হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে