বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে সনদ বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭
সরিষাবাড়ীতে সনদ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে "দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি"র সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে ৩০ জন হিজড়াকে পোষাক তৈরি ও ব্লক বাটিক বিষয়ে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়।

গতকাল ২৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সনদ ও প্রশিক্ষণ ভাতা অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৪৮শ টাকা করে ভাতা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক সাংবাদিক বাদশা ভূঁইয়া, ফিল্ড সুপারভাইজার লাভলু মিয়া, প্রশিক্ষক তানিয়া আক্তার, জোসনা আক্তার প্রমুখ। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন হিজড়া উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে